আপনজন

মুল্য তোমায় সেই দেবে 

ভালোবাসায় বাঁধবে যে

অবহেলা করে যে জন

কোনোদিন ভালোবাসেনি সে।

কষ্ট দিলে তোমায় ক্ষণিক

ব্যথায় কাঁদে তারও মন

আঘাত দিয়ে দূরে পালায়?

সে নয় তোমার আপন জন!!!

                                                                  - মেহেদী হাসান আবিদ